ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইসরায়েলি বিমান হামলায় পূর্ব গাজায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবারের ওই বিমান হামলায় আরও একজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্রত আশরাফ আল কুদরা বলেন, আহতের অবস্থা আশঙ্কাজনক। ওই বিমান হামলায় নিহতরা হলেন- আহমেদ আল সাস, উবাদাহ ফারাওনেহ এবং মুহাম্মদ আল আরির।

এক টুইটার বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের ৭টি স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই স্থাপনাগুলো থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গুলি চালানোর জবাবে বিমান হামলা চালানো হয় বলে টুইটার বার্তায় দাবি করে ইসরায়েলি সেনারা।

সূত্র: আল জাজিরা
এমজে/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি