ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইসলাম শান্তির ধর্ম, নির্বিচারে হত্যা খুন ইসলাম সমর্থন করে নাঃ রেজাউল করীম

প্রকাশিত : ১৭:৪৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:৪৪, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইসলাম শান্তির ধর্ম, জিহাদের নামে নির্বিচারে হত্যা খুন কখনোই ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে চরমোনাই পীরখ্যাত মুফতি এসময় একথা বলেন। অনুষ্ঠানে আগত দেশের বিভিন্ন জেলার ছাত্রনেতাদের তিনি সঠিক ইসলামের দাওয়াত সবার কাছে পৌছে দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতাদের সম্মাননা দেয়া হয় এবং দেশ ও জাতির শান্তি প্রত্যাশায় মোনাজাত করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি