ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকে ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:২৯, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে সম্প্রতি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ড. এম কামাল উদ্দীন জসীম এর সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি