ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিরস্থায়ী সঞ্চয়ে কল্যাণ অফুরান’ এ শ্লোগানকে ধারণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান ও মুহাম্মদ মুনিরুল মওলা। স্বাগত ভাষণ দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, আব্দুস সাদেক ভূইয়া, মুহাম্মদ মোহন মিয়া, মোহাম্মদ আলী ও তাহের আহমেদ চৌধুরীসহ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ক্যাম্পেইন ৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মো. আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, এককালীন অথবা ছোট ছোট কিস্তির মাধ্যমে, বিত্তবানসহ মধ্যম ও স্বল্প আয়ের মানুষেরাও ক্যাশ ওয়াক্ফ হিসাব পরিচালনা করতে পারবেন। ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ হিসাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষের নিকট কল্যাণ পৌছানোর মাধ্যম হিসেবে কাজ করছে। তিনি ওয়াক্ফের সুফল সাধারণ মানুষের নিকট তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।  সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি