ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নাজমুল হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর মো. নাজমুল হাসান। পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদে নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে নিযুক্তির পূর্বে তিনি অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

প্রফেসর মো. নাজমুল হাসান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর উন্নয়ন অর্থনীতি ও হিউম্যান নিউট্রিশন বিষয়ে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৯৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞপ্তি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি