ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ইসলামী ব্যাংকের ৩৩০তম শাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৩০তম শাহ্পরাণ শাখা বৃহস্পতিবার সিলেটের খাদিম পাড়ায় উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক হেলাল আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট শিল্প ও বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির। ‘ইসলামী ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব’ শীর্ষক আলোচনা করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েট প্রধান মো. শামসুল হুদা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনপ্রধান মোহাম্মদ সায়েদ উল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি