ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইস্টার্ন ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১২২তম সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেটের আটজন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদ ফারহাত আনোয়ার, ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, বিওটি সদস্য আবুল খায়ের চৌধুরী, ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার এ এস মাহমুদ, অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবুল বাশার খান।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি