ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

দেশের স্বনামধন্য মোটর সাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়ামাহার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দ্বিতীয়বারের মত নিযুক্ত হলে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। 

এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটর সাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক । দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসিআই মটরস্ লিমিটেড ২০০৭ সালে যাত্রা শুরু করে।

গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য বর্তমানে ইয়ামাহর সারাদেশে ৪০টিরও বেশি থ্রি-এস ডিলার পয়েন্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এসিআই মটরস্ দ্বিতীয় বারের মত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদকে ইয়ামাহা মোটর সাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেন। গত বছরও তাসকিন আহমেদ ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকার তেজগাঁওস্থ এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক মি: সুব্রত রঞ্জন দাস ও এসিআই এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: প্রেস রিলিজ
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি