ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

ঈদ আনন্দে অতিথি আপ্যায়নে ঘরটিকেও সাজাতে হয় নতুন সাজে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৪:০৪, ২২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ আনন্দে পছন্দের নতুন পোশাকের পাশাপাশি অতিথি আপ্যায়নে ঘরটিকেও সাজাতে হয় নতুন সাজে। তাই ফ্যাশন হাউসগুলোর পাশাপশি গৃহসজ্জার পণ্যের দোকানগুলোতেও ক্রেতাদের ভীড়। পছন্দের জিনিসটি দিয়ে ঘর সাজাতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। 

প্যাকেজ: ঈদ আসলো বলে; এমন সময় সবার ছুটোছুটি সাজগোছ নিয়ে। তবে তা কেবল জামাকাপড়েই সীমাবদ্ধ নয়। নিজের ঘরটিকেও একটু দৃষ্টিনন্দন করতে পরিকল্পনার শেষ নেই গৃহিনীদের।

ঈদের দিন অতিথি আসবে সেজন্য বাসায় নতুন বেড শীট, সোফা, কুশন কিংবা টেবিল সাজাতে চাই নতুন কভার।

ঘরের বিভিন্ন অংশের সৌন্দর্য বাড়াতে রয়েছে কৃত্রিম রং বেরংয়ের বিভিন্ন ফুল ও ফুলদানি, শোপিসসহ আরো কত কি।

ঈদের সময় জামাকাপড়ের পাশাপাশি ঘরগৃহস্থালীর বিভিন্ন পণ্যের ব্যবসাও তাই জমজমাট।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদে যেন আনন্দের কমতি না হয় সেদিকেই নজর সবার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি