ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এজন্য কমলাপুর রেলস্টেশনে রাত থেকেই টিকেট প্রত্যাশী মানুষের ভীড়।
আন্তনগর ও স্পেশাল ট্রেনের টিকেট বিক্রির প্রথম দিন দেয়া হচ্ছে আগামী ২১শে জুনের টিকেট। আগামী ১৬ তারিখ পযর্ন্ত পর্যায়ক্রমে ২৫ তারিখের টিকেট দেয়া হবে। সাধারণ মানুষের সুবিধার্থে সকাল ৮টা থেকে টিকেট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ঈদের দিনও বিশেষ ব্যবস্থায় রেল চলাচল করবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি