ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

ঈদ যাত্রায় বিশেষ নজর দেয়ার দাবী জানিয়েছেন নৌ-যোগাযোগ বিশেষজ্ঞরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১৭ জুন ২০১৭ | আপডেট: ১২:২৩, ১৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বৈরি আবহাওয়ার কারণে এবার ঈদ যাত্রায় বিশেষ নজর দেয়ার দাবী জানিয়েছেন নৌ-যোগাযোগ বিশেষজ্ঞরা। পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চ চলাচল আর অতিরিক্ত যাত্রী নেয়ার আশংকাও করছেন তারা। তবে ঈদ উপলক্ষে সার্বিকভাবে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান নৌ-পরিবহণমন্ত্রী শাহজাহান খান। গুরুত্বপূর্ণ নৌপথে ফিটনেস বিহীন নৌযান নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানী ঢাকার সাথে দক্ষিনাঞ্চলের মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম নৌপথ। ঈদ উপলক্ষে  দক্ষিনাঞ্চলের অন্তত ১০লাখ মানুষ নদী পথে বাড়ী ফেরেন। কিš চাহিদার তুলনায় নৌযান কম হওয়ায়  ঝুঁকি নিয়ে বাড়ী ফিরতে হয় তাদের। এতে ঘটে দূর্ঘটনা।
প্রকৃতিগতভাবে জুন-জুলাই মাসে দেশে বেশী ঝড়-বৃষ্টি হয়। তাই এবার ঈদ যাত্রায় প্রাকৃতিক দুর্যোগের শংকাও বাড়ছে।  নৌপথে বিশেষ দৃষ্টি দেয়ার আহবান জানান এই নৌ যোগাযোগ বিশেষজ্ঞ।
তবে সম্প্রতি কয়েকটি দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী।
ঈদের সময় ফিটনেস বিহীন নৌযান বন্ধ রাখার তাগিদ দেন ডক্টর ইনাম। যদিও ঢাকা -বরিশাল সহ প্রধান নৌপথে ফিটনেস ছাড়া নৌযান নেই বলে দাবী নৌ-পরিবহনমন্ত্রীর।
২২শে জুন থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ঢাকা-দক্ষিনাঞ্চল রুটে বিশেষ নৌযান চলবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি