ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ঈদকে ঘিরে জমে উঠেছে.গোপালগঞ্জের কোরবানী পশুর হাট

প্রকাশিত : ১১:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৬

ঈদকে ঘিরে জমে উঠেছে.গোপালগঞ্জের কোরবানী পশুর হাট। জেলার ১৬টি হাটে প্রচুর গরু উঠেছে, ক্রেতা আসছেন দুরদুরান্ত থেকে। তবে দেশি গরুর দাম চড়া বলছেন ক্রেতারা। এদিকে, পঞ্চগড়ের হাটগুলোতে সীমান্ত দিয়ে অবাধে আসা ভারতীয় গরুতে ভরে গেছে। লোকসানের মুখে পড়েছেন স্থানীয় গরু খামারীরা। গোপালগঞ্জ জেলার প্রতিটি গরুর হাটই এখন জমজমাট। শত শত গরু সমাগম হয়েছে এসব হাটে। ব্যাপারীরা বলছেন, এ এলাকায় এখন পর্যন্ত ভারতীয় গরু আসেনি। তবে দেশি গরুর দাম কিছুটা বেড়েছে বলে মনে করছেন ক্রেতারা। অন্যদিকে, ভারতীয় গরু আমদানী না হলে ভালো লাভের আশা করছেন বিক্রেতারা। পঞ্চগড়ের রাজনগর, তেঁতুলিয়া, নগর কুমারি, জগদল, দেবীগঞ্জ, ভাউলাগঞ্জ ও ফকিরগঞ্জ হাট এখন অনেকটা ভারতীয় গরুর দখলে। বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে এসব গরু। এ অবস্থায় স্থানীয় গবাদী পশু পালনকারীরা পড়েছেন ক্ষতির মুখে। তাদের অভিযোগ, হাটে দেশি গরুর দাম উঠছে না। আর ভারতীয় গরুর দাম তুলনামুলক কম হওয়ায়, পছন্দের পশু কিনে ফিরছেন ক্রেতারা। আবার কেউ কেউ দেশী পশু কিনতে ছুটছেন এ হাট থেকে ও হাটে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি