ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঈদকে সামনে রেখে পাইকারী ব্যবসায়ীদের পদচারণায় মূখর হয়ে উঠেছে ইসলামপুর

প্রকাশিত : ০৯:১২, ৭ জুন ২০১৬ | আপডেট: ০৯:১২, ৭ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঈদকে সামনে রেখে পাইকারী ব্যবসায়ীদের পদচারণায় মূখর হয়ে উঠেছে দেশীয় কাপড়ের অন্যতম কেন্দ্র ইসলামপুর। রাজধানীর এই বাজার থেকেই সারাদেশে সরবরাহ করা হয় ৭০-৮০ শতাংশ তৈরি পোশাক। তৈরি পোশাকের বাইরেও থান কাপড় ও পোশাক শিল্প সামগ্রী বিকিকিনীর হাটবাজারে ব্যবসায়ীদের অবস্থান রমরমা। শুরু হচ্ছে রোজা। খুচরা ব্যবসায়ীরা ঈদের আগেই ঘরে তুলতে চান নতুন কাপড়। তাই রাজধানীর ইসলামপুর রমজানের শুরুতেই ব্যবসায়ীদের ভীড় তিন গুন। নতুন পোশাক দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে মহাব্যস্ত তারা। দম ফেলার সময় নেই প্রায় সাড়ে পাঁচ হাজার বস্ত্র ব্যবসায়ীর। কারণ দেশের থান কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশই সরবরাহ করা হয় ইসলামপুর থেকে। ছোট বড় কিংবা মাঝারি প্রায় হাজার তিনেক দোকান রয়েছে পাইকারী এ বাজারে। পাটুয়াটুলী, সোয়ারীঘাট, বাবুবাজার, মাধবদী সহ আশেপাশের বস্ত্র ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন ঈদ মৌসুমের। তবে যানজট আর বিদেশী পোশাকের বাজার দখল নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। নিরেট দেশীয় পোশাকের চাহিদা মেটাতেই নিবেদিত ইসলামপুরের বস্ত্র ব্যবসায়ীরা। সুনজর চান ক্রেতাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি