ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

(ভিডিও)

ঈদকে সামনে রেখে ব্যস্ত মুন্সীগঞ্জের পোশাক কারখানার কারিগররা

প্রকাশিত : ১৪:২৭, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মুন্সীগঞ্জের পোশাক কারখানার কারিগররা। জেলার প্রায় ৫শ’ ক্ষুদ্র পোশাক কারখানায় নানা রঙ, সাইজ ও ডিজাইনের পোশাক তৈরির কাজ শেষের পর্যায়ে। তবে উদ্যোক্তরা বলছেন, ভারতীয় পণ্য বাজারে আসার কারণে এই শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।

মুন্সিগঞ্জের রামপাল, পঞ্চসার ও বজ্রযোগীনি ইউনিয়নের এলাকায় গড়ে উঠেছে পোশাক তৈরির ছোট ছোট কারখানা। ৫শ’ কারখানায় দিনরাত কাজ করছে ৫ থেকে ৭ হাজার শ্রমিক। 

প্রকারভেদে মাসিক ১০ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত মজুরী পান শ্রমিকরা। ঈদের সময় কর্মঘন্টা বেড়ে ২০ ঘন্টা দাঁড়ালেও পারিশ্রমিক বাড়ে না।

এখানের তৈরী পোশাক যায় দেশের বিভিন্ন স্থানে। সাধারণত নিম্ন আয়ের মানুষেরাই এই পোশাক কিনে থাকেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় পণ্যের প্রভাব কমানো না গেলে এ শিল্প টিকিয়ে রাখা কঠিন হবে।

এদিকে মুন্সীগঞ্জের এই ক্ষুদ্র গার্মেন্টস শিল্প বিকাশে প্রশিক্ষণ ঋণ সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিসিক।

বিস্তারিত জানতে ভিডিও দেখুন :

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি