ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা কামারদের

প্রকাশিত : ১৪:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২৪, ৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামারদের। দা, বটি, ছুরি, চাপাতিসহ মাংস কাটার সরঞ্জাম তৈরি ও পুরনোগুলো সংস্কারে ব্যস্ত তারা। তবে, বছরের অন্যান্য সময়ে কাজ কম থাকায় পেশা টিকিয়ে রাখার শঙ্কায় কামাররা। কয়েকদিন পরেই ঈদুল আজহা। তাই কোরবানীর পশু জবাইয়ের উপকরণ তৈরিতে ব্যস্ত কামাররা। হরিদাশ কর্মকার .... বরগুনা পৌর সুপার মার্কেটে দোকান তার। বছরের এই সময় এলেই কর্মব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। শুধু হরিদাশই নন; জেলার সব কামারই দিন-রাত ব্যস্ত সময় পার করছেন। তবে, কাঁচামালের দাম বৃদ্ধি আর শ্রমিকের মজুরি দিয়ে তেমন লাভ না থাকায় পৈত্রিক পেশা টেকানো নিয়ে শঙ্কায় অনেকে। দেশের অন্যান্য স্থানের মতো ব্যস্ত সময় কাটাচ্ছেন নড়াইলের কামাররাও। তবে, ক্রমেই বিক্রি কমে যাওয়ায় পেশা পরিবর্তন করছেন অনেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি