ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ঈদুল আযহায় যানজট নিরসনে গাজীপুর ও সাভারে পোশাক কারখানাগুলোর দুই দিন ছুটি মঞ্জুরের আহ্বান

প্রকাশিত : ১৯:১৯, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ২১:২৬, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঈদুল আযহায় যানজট নিরসনে গাজীপুর ও সাভারে পোশাক কারখানাগুলো দুই দিনে ছুটি মঞ্জুরের জন্য বিজিএমইএ কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। প্রতিবছর ঈদে পোশাক কারখানাগুলো একসাথে ছুটি হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করে। তাই যানজট নিরসনের জন্য মন্ত্রী এই আহ্বান জানান। এবার যাতে হাইওয়ের পাশে কোন পশুর হাট না বসে সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ফিটনেসবিহীন গাড়িগুলো উৎস মুখে বন্ধের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি