ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪

ঈদে পেশাজীবীরা ব্যস্ত নিজ নিজ কর্মস্থলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৩, ২৭ জুন ২০১৭

ঈদের ছুটিতে পরিবারের সাথে আনন্দ উৎসবে যোগ দিতে বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন মাটির টানে। যারা থাকেন তারাও ঈদ আনন্দে মেতে উঠেন বন্ধু-স্বজনের সাথে। তবে কিছু পেশাজীবী ব্যস্ত নিজ নিজ কর্মস্থলে। সেবার মানসিকতা নিয়ে কর্মস্থলেই কাজের মাধ্যমে আনন্দ খুজে নিয়েছেন, ফায়ার সর্ভিস কর্মী, পরিবহণ শ্রমিক, ট্রাফিক পুলিশ, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন সেবা সংস্থার কর্মীরা। 

ঈদের ছুটিতে সবাই যখন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তখন ফায়ার সার্ভিসের কর্মীরা সার্বক্ষনিক প্রস্তুত যেকোন দূর্যোগ মোকাবেলায়।

ঈদে বাড়ি যেতে না পারলেও আক্ষেপ নেই এইসব কর্মীদের। সেবার মাধ্যমেই খুজেন শান্তি।

ঈদে ঢাকা ফাঁকা থাকলেও দায়িত্ব ঠিকই থাকে হয় ট্রাফিক পুলিশদের।

ঘুরে বেড়ানোর মাধ্যমে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নাগরিকরা যখন মেতে ওঠেন ঈদ আনন্দে, তখন যাত্রীদের গন্তব্যে পৌছে দিতে কান্তিহীন পরিবহন শ্রমিকরা।

ঈদের ছুটিতে খবরের কাগজের অফিস বন্ধ থাকলেও বন্ধ হয় না অনলাইন পত্রিকা গুলো।

টেলিভিশনের সংবাদ ও বিনোদন কর্মীরাও ঈদের ছুটিতে দর্শকদের তথ্য বিনোদনের চাহিদা পুরণ করতে কাজ করেন বিরামহীন।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি