ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ঈদের অগ্রীম টিকিট বিক্রির তৃতীয় দিনেও অনেকটা ফাঁকা রাজধানীর বাস কাউন্টারগুলো

প্রকাশিত : ১৪:৫৮, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের অগ্রীম টিকিট বিক্রির তৃতীয় দিনেও অনেকটা ফাঁকা রাজধানীর বাস কাউন্টারগুলো। যদিও কর্তৃপক্ষের দাবী এরই মধ্যে শেষ হয়ে গেছে সত্তর ভাগ টিকিট। আর বরাবরের মতোই চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। ঈদের অগ্রীম টিকিট বিক্রির তৃতীয় দিনেও দেয়ার কথা ছিল ৫ থেকে ১১ই সেপ্টেম্বরের টিকিট। তবে রাজধানীর ফকিরাপুল, গাবতলী, টেকনিক্যাল এবং কল্যানপুর কাউন্টার ছিল অনেকটাই ফাঁকা । এরপরও নাড়ীর টানে ঘরে ফেরা মানুষের প্রত্যাশা মেটেনি। শেষ হয়ে গেছে ৭, ৮, ৯ এবং ১০ই সেপ্টেম্বরের টিকিট। এদিকে বাস কতৃপক্ষ বলছে কেবল কাউন্টার নয়, বুকিং শেষ অনলাইনেও। তবে কিছু কাউন্টারে ২৬ আগস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি। আগামীকাল অগ্রীম টিকিট বিক্রির শেষ দিন হলেও যাত্রী চাপ বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থা রাখার কথা জানালেন কেউ কেউ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি