ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ঈদের ছুটি শেষ হলেও চিরচেনা রুপ ফিরে পায়নি রাজধানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২৮ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ২৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের ছুটি শেষ হলেও চিরচেনা রুপ ফিরে পায়নি রাজধানী। বুধবারও প্রধান সড়কগুলো ফাঁকা থাকায় মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন অনেকে। তবে পার্ক ও বিনোদনগুলোতে ছিল মানুষের ভিড়। 

বিমান বাহিনীর যাদুঘর সংলগ্ন এই বিনোদন স্থানটি নগরবাসীর কাছে এখন জনপ্রিয় একটি পার্কের নাম। তাইতো আপনজন বিশেষ করে শিশুদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করছেন তারা।

স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত যুদ্ধ বিমান ও হেলিকপ্টার গুলো শোভা পাচ্ছে এখানে। ঐতিহাসিক বিমান গুলোতে উঠতে পেরে খুশি নগরবাসি।

পানিতেও ঈদ আনন্দ উপভোগ করছেন কেউ কেউ।

এদিকে ঈদের ছুট শেষ হয়ে গেলেও অনেক মানুষ বাড়ী থেকে রাজধানীতে না ফেরায় রাস্তাগুলো এখনো বেশ ফাঁকা। তাই অনেকটা স্বস্তিতেই ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি