ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ঈদের ছুটির পর খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৮ জুন ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ২৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের ছুটির পর খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সচিবালয়সহ বিভিন্ন অফিসে প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদ যাত্রায় অন্যবারের চেয়ে দুর্ভোগ কম ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল উল্লেখ করে স্বস্তি প্রকাশ করেন, সরকারের নীতি নির্ধারকরা। 

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।

সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রায় পঞ্চাশ শতাংশ অনুপস্থিত থাকলেও বাকীরা ফিরেছেন উৎসবের আমেজে। সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শুরু করেছেন দাপ্তরিক কাজও।

এবার মানুষের যাত্রার নিরাপত্তা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী।

নিয়মিত ব্যস্ততায় ফিরেছে আর্থিক প্রতিষ্ঠানগুলোও।

চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে ঈদের ছুটিতেও চলেছে রোগীর চিকিৎসা। তবে ছুটি শেষে বেড়েছে ব্যস্ততা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি