ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ঈদের দিনও বাস লঞ্চে বাড়ী ফিরছেন অনেক মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:৩১, ২৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের দিনও বাস লঞ্চে বাড়ী ফিরছেন অনেক মানুষ। তবে ট্রেন বন্ধ থাকায় স্টেশনে এসে ফিরে গেছেন যাত্রীরা। ব্যবসা, চাকুরীসহ নানা ব্যস্ততা অথবা ভোগান্তি এড়াতে যারা বাড়ি যাননি তারা যাচ্ছেন আজ। 

রোববারও কমলাপুর রেলস্টেশনে ছিলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বরাবরের মতোই ঈদের দিন বন্ধ থাকে ট্রেন। কাউন্টার চত্ত্বরে ছিল না প্রতিদিনের কোলাহল। ছিলো ঈদের জামাত।

তবে না জেনে অনেকেই আসেন ট্রেন ধরতে। হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদের।

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের চিত্র। ঈদের দিন হলেও আপনজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাসের অপেক্ষায় যাত্রীরা।

সদরঘাট লঞ্চ টার্মিনালেও প্রতিদিনের ব্যস্ততা। তাই আরামেই বাড়ী ফিরছেন যাত্রীরা।


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি