ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১১:১৫, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার পালংখালীর বালুখালী ক্যাম্পে  আরিফ উল্লাহ (৪৫) নামে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করেছে  দুর্বৃত্তরা।  উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার রাত ৯টার দিকে বালুখালী ১১নং ক্যাম্পের সি ব্লকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আরিফ উল্লাহ ১১ নং ক্যাম্পের সি ব্লকের এখলাছ মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি দুই ছেলের জনক।  জিওগ্রাফি বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করা আরিফ উল্লাহ সবার প্রিয় ছিল বলে জানিয়েছেন ওই ক্যাম্পের একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলী।

ওসি আবুল খায়ের জানান, দুর্বৃত্তের হাতে খুন হওয়ার খবর পেয়ে ক্যাম্প থেকে নিহত আরিফ উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।  অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি