ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

উচ্চ শিক্ষা কমিশন আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯:২৬, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২৬, ৯ মার্চ ২০১৭

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরো শক্তিশালী এবং কার্যোপযোগি করার লক্ষে উচ্চ শিক্ষা কমিশন আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আইনটি কার্যকর করা হবে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সমাবর্তনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ-এর মনোনীত প্রতিনিধি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। বক্তৃতায় তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালের নিজস্ব ক্যাম্পাস নেই এবং নীতিমালা অনুযায়ি চলছে না, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সমার্বতনে ৩ হাজার একশ’ ৭৯ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি