ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ একসাথে কাজ করবে: ভারতের হাই কমিশনার

প্রকাশিত : ১৪:১৩, ২৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:১৩, ২৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ একসাথে কাজ করবে উল্লেক করে ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিলা বলেন, আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সমুন্নত রাখতে শিক্ষার মান বাড়াতে হবে। ডেইলি স্টার কনভেনশন সেন্টারে ’তৃতীয় ভারতীয় শিক্ষা মেলা ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারতের স্কুল,কলেজ ও কারিগরিসহ মোট ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে। ঢাকায় আগামী ৩০ জুলাই পর্যন্ত মেলাটি চলবে। আগামী ১ ও ২ তারিখে একই আয়োজন বন্দর নগরী চট্টগ্রামেও হবে বলে জানান আয়োজকরা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান স্পট অ্যাডমিশন ও স্কলারশিপও অফার করছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি