ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার ওয়ার্কাস পার্টির দলীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ৩৬ বছর পর

প্রকাশিত : ১৯:১৭, ৬ মে ২০১৬ | আপডেট: ১৯:১৭, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির দলীয় সম্মেলন। ক্ষমতা আরো পাকাপোক্ত করার জন্যই এ সম্মেলন আয়োজন করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বিদেশী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও ভেন্যুর ভিতরে গণমাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এতে দেশ ও জাতির উদ্দ্যেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য ছাড়াও  নতুন দলীয় কমিটি গঠন করবেন রাষ্ট্রনায়ক কিম জং উন।  তবে কয়দিন ব্যাপি চলবে সম্মেলন সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আশংকা করা হচ্ছে এরপরই পঞ্চমবারের মত পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি