ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

চীনকে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ৯ নভেম্বর ২০১৭

উত্তর কোরিয়াকে দমাতে সে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে চীনকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । একই সঙ্গে দেশটির উপর ক্রমাগত চাপ প্রয়োগ করতে বললেন বিশ্বের ক্ষমতাধর এই নেতা।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করতে বেইজিংকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। পিইংইয়ং যাতে অস্ত্র উৎপাদনের খেলা বন্ধ করে,  সেজন্য চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই তিনি বিশ্বাস করেন।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির বিষয়টি স্মরণ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা চীনকে দোষ দিচ্ছি না । চীন আমাদের কাছ থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, কিন্তু তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক কিছু বিষয়ে একমত হতে হবে। এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প বুধবার সকালে চীনে পৌছান। সেখানে চীনা নেতা শি জিনপিংয়ের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ২৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানা গেছে। এর আগে  উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক শক্তির সঙ্গে পরমাণু ইস্যুতে একটি চুক্তি করার আহ্বান জানান বিশ্বের ক্ষমতাধর এই নেতা।

সূত্র : সিএনএন

/এম জে/ এআর

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি