ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

উত্তরাঞ্চলে বন্যার পানি কমলেও, বাড়ছে দক্ষিণাঞ্চলে

প্রকাশিত : ১৫:২৪, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২৪, ৫ আগস্ট ২০১৬

দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি কমলেও, বাড়ছে দক্ষিণাঞ্চলে। এদিকে, বন্যাকবলিত জেলাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছে বানভাসী মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে নদ-নদীর পানি কমলেও বানভাসী মানুষের দুর্ভোগ কমছে না। বগুড়ায় যমুনার পাড় ও চরাঞ্চলের বানভাসীরা উঁচু সড়কের উপরে মানবেতর দিনযাপন করছে। এছাড়া, গবাদী পশু নিয়েও বিপাকে পড়েছে বানভাসী মানুষ। সিরাজগঞ্জে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ দেয়া হলেও, তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ। রাজবাড়ি ও ফরিদপুরে বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বরিশালের কীর্তনখোলাসহ আশপাশের নদ-নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল নগরীর বেশ কিছু জায়গাসহ আশ-পাশের এলাকা তলিয়ে গেছে।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি