ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

উন্নয়নের নামে লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম

প্রকাশিত : ১৮:৪৭, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

উন্নয়নের নামে দেশে সীমাহীন লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। এসময় নজরুল ইসলাম বলেন, অবকাঠামো উন্নয়নে যে খরচ দেখানো হচ্ছে তা উন্নত দেশের চেয়েও কয়েকগুণ বেশি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন মিলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি। আলোচনায় জনগণের অধিকার আদায়ে বিএনপি আন্দোলন করে যাবে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্ধসঢ়;বান জানান নজরুল ইসলাম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি