উন্মুক্ত স্থানে জনসভা না করার কথা ভাবছে আওয়ামী লীগ
প্রকাশিত : ১৪:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭
জনগণের ভোগান্তির কথা চিন্তা করে সামনের দিনগুলোতে উন্মুক্ত স্থানে জনসভা না করার কথা ভাবছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ’কথা জানিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে যুবলীগের গবেষণা ও প্রকাশনা কেন্দ্র ‘যুব জাগরণ, লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, জনদুর্ভোগের কথা মাথায় রেখে আগামী ৭, ১৭ এবং ২৬ মার্চ জনসভার পরির্বতে ঘরোয়া কর্মসূচির কথা ভাবা হচ্ছে। রাজনীতিতে যোগ্যতা অর্জন করতে হলে লেখাপড়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আরও পড়ুন