ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

উপ-প্রতিরক্ষামন্ত্রীকে পদচ্যুত করলেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেনে যুদ্ধের ময়দানে রুশ সেনাদের হাতে ঠিকঠাকভাবে রসদ পৌঁছে দিতে না পারার কারণে প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী জেনারেল দিমিত্রি বুলগাকভকে পদচ্যুত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জেনারেল বুলগাকভকে পদচ্যুত করা হয়। ৬৭ বছর বয়সী এই সামরিক কর্মকর্তাকে এখন নতুন দায়িত্ব দেয়া হবে বলে জানা গেছে।

জানা যায়, জেনারেল বুলগাকভের পর মন্ত্রণালয়ের এই পদে আসছেন কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভ। ইউক্রেনের বন্দর শহর মারিউপোল অবরোধের সময় রুশ বাহিনীকে সামলেছিলেন তিনি।

জেনারেল বুলগাকভ ২০০৮ সাল থেকে রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহের বিষয়টি দেখভাল করছিলেন। ২০১৫ সালে সিরিয়ায় মোতায়েন করা রুশ সেনাদের রসদ সরবরাহের দায়িত্বও ছিল তার কাঁধে। তবে ইউক্রেনে একই দায়িত্ব পালনে বুলগাকভ নিজের দক্ষতার পরিচয় দিতে পারেননি বলে অভিযোগ অনেকের।

ইউক্রেনে রসদ সরবরাহে বিশৃঙ্খলার কারণে সংকটে পড়েন রুশ সেনারা। ফলে যুদ্ধে রাশিয়ার অগ্রগতি হোঁচট খায়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনে লড়তে রুশ সেনাদের মরিচা পড়া একে–৪৭ বন্দুক দেওয়া হয়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, এসবের জেরে গত কয়েক মাসে তাঁকে দূরে ঠেলে দিয়েছিল ক্রেমলিন।

এদিকে বুলগাকভের পদচ্যুতির নির্দেশকে স্বাগত জানিয়েছে ইউক্রেন যুদ্ধের পক্ষের ব্যক্তিরা। জেনারেল মিজিন্তসেভের নিয়োগেও তারা খুশি হবে বলেই মনে করা হচ্ছে। মারিউপোলের অবরোধের পর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। সূত্র- বিবিসি

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি