ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

উভয় স্টক এক্সচেঞ্জে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:০৭, ২৭ এপ্রিল ২০১৭


 
সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬৯৮ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৫টির, আর ২১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি