ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে

প্রকাশিত : ২০:২০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ২০:২০, ৯ মার্চ ২০১৭

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। তবে কমেছে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২২টির, আর ৫১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার ১৮৫ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৬৭১ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭১টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি