ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

উড়াল সেতু নির্মাণের সঙ্গে বিলাস বহুল গাড়ি আমদানি হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলেছে। এখন উড়াল সেতু নির্মাণের পাশাপাশি অত্যাধুনিক বিলাস বহুল গাড়িও আমদানি করা হচ্ছে।

মঙ্গলবার ঢাকার রাজারবাগে গ্রীন লাইন পরিবহনের ডাবল-ডেকার বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান আরো বলেন, সারা বিশ্বে সড়ক পরিবহনে আধুনিক মানসম্মত গাড়ি চলাচল করছে। বাংলাদেশেও যুগের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক মানসম্মত গাড়ির প্রয়োজন তাই মানুষের সুবিধার জন্য বিলাস বহুল গাড়ি আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

গ্রীন লাইন পরিবহনের সত্ত্বাধিকারী মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এবং শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাসউদ্দিন মোল্লা প্রমুখ।

চট্টগ্রামের পর এবার সিলেট ও কক্সবাজার রুটের যাত্রী সাধারণের চাহিদা পূরণের লক্ষ্যেই দ্বিতল ও স্লিপার সার্ভিস চালু করা হচ্ছে। নতুন এ বাসে নিচ তলায় থাকছে ১১ সিট এবং দোতলায় থাকছে ৩২টি সিট।

ডাবল ডেকার বাসে ঢাকা-সিলেট রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার দু’শ’ টাকা এবং ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। বাসস

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি