ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

এ বছর চা উৎপাদনে নতুন রেকর্ডের প্রত্যাশা (ভিডিও)

প্রকাশিত : ১৩:১৮, ২৩ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:০৯, ২৪ এপ্রিল ২০১৯

আগাম বৃষ্টিতে মৌলভীবাজারে চা গাছগুলো ভরে উঠেছে নতুন কুঁড়িতে। উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পাতা তোলার কাজে। এ’বছর চা উৎপাদনে নতুন রেকর্ডের প্রত্যাশা করছে চা গবেষণা ইনস্টিটিউট।

প্রতিবছরই ডিসেম্বরের শুরুতে নতুন বছরে বেশি পাতা পাওয়ার জন্য কেটে দেয়া হয় চা গাছের উপরের অংশ। আর ৩ মাস গাছের পরিচর্যা করে এপ্রিলে গাছে আসতে থাকে নতুন পাতা। শুরু হয় চায়ের মৌসুম। এ বছর ফেব্র“য়ারীর শেষে এবং মার্চ ও এপ্রিলের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় মৌলভীবাজারের চা বাগানগুলো ভরে গেছে সবুজে সবুজে।

আর তাই, এ বছরও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার আশা চা বাগান মালিক ও ব্যবস্থাপকদের।

আর লক্ষ্যমাত্রা ঠিক রাখতে পোকামাকড় দমনে নিয়ম মেনে ওষুধ ছিটানো এবং মাটির উর্বরতা রক্ষায় পরিমিত সার ব্যবহারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন চা গবেষকরা।

অনুকুল আবহাওয়া বজায় থাকলে এবং সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় এ বছর দেশের চায়ের সর্বোচ্চ রেকর্ড ৮৫ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে বলে আশা করছে চা বোর্ড।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/এসইউ

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি