ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এই বিশ্বকাপ আমারই হতে হবে: নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ১৭ জুন শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। আর এই বিশ্বকাপ মিশনে ব্রাজিলের তারকা নেইমার ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানালেন। ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের আশা করেছিল দলটি। কিন্তু সে আশা পূরণ হয়নি সেবার। এবার সেই লক্ষ্য পূরণের আশায় এবার মাঠে নামবেন তারা বলেই এই তারকার আশাবাদ। 

নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী নেইমার। এক ফেসবুক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে যেটা সবচেয়ে অনুপ্রাণিত করে, সেটা হচ্ছে ফুটবল খেলা। মাঠের ভেতরে থাকতে পারা আমার জন্য ভীষণ আনন্দের। বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ। আমি সেখানে খেলতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই। এই কাপটা আমারই হতে হবে।

ব্রাজিলের লড়াই শুরুর আগেই নিজের ফিটনেস ফিরে পেতে আশাবাদী নেইমার, আমি বল নিয়ে এরই মধ্যে অনুশীলন শুরু করেছি। খুব ভালো লাগছে, স্বাচ্ছন্দ্যে সব করছি। অবশ্যই কিছুটা ভয় আছে, কিন্তু আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।

গোল ডটকম।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি