ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এই হারের যন্ত্রনা আজীবন বয়ে বেড়াতে হবে : মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৪৬, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গতরাতে প্রেমাদাসায় নতুন এক অধ্যায় রচিত হতে পারতো। অচলায়তন ভাঙতে পারতো টাইগারদের। যদি ছোট্ট কিছু ভুল এড়ানো যেতো। বিশেষ করে ১৯ তম ওভারে রুবেল ২৩ রান না দিলে এবং বেশ কয়েকটি রান আউটের সুযোগ কাজে লাগানো গেলে। সেটি আর হয়ে উঠেনি। তাই একবুক কষ্ট বুকে চেয়ে আছে টাইগার ভক্তরা।  
সেই যন্ত্রনা বেদনা নিয়ে সোমবার দুপুরে দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল।শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলে জয়ের নায়ক হওয়া মুশফিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই জানান এই হারের যন্ত্রনা আজীবন মনে রাখবেন।
তবে এখান থেকেই বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে মনে করেন সাবেক অধিনায়ক, ‘খারাপ লাগাইতো স্বাভাবিক। জয়ের এতো কাছে এসে ট্রফি হাতছাড়া হওয়াটা ভয়াবহ রকমের মানসিক যন্ত্রণার। তবে আগামীতে এমন পরিস্থিতি এলে আমরা যেন মানসিক স্থিতিটা শক্ত রাখতে পারি, এটাই লক্ষ্য থাকবে। এবার ফাইনালে হারার কষ্টটা মনে রাখবো, এখান থেকে যেন আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করবো।


/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি