ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

এইচএসসির ফল প্রকাশ ১৭ জুলাই

প্রকাশিত : ১৫:২৮, ৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:১৮, ৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিয়ম অনুযায়ী ওইদিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেবেন। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত পরীক্ষাল ফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় মে মাসে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন।

 এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি