ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

এইডস মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯:৪৯, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪৯, ২৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

২০৩০ সালের মধ্যে এইডস মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। মঙ্গলবার বিকেলে রাজধানী মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এইচ আই ভি আক্রান্ত রোগীদের ঔষধ বিতরন সেন্টার উদ্বোধনের সময় তিনি এই আশা প্রকাশ করেন। এসময় হাসপাতালের সিনিয়র কনসালনেন্ট ডা. আঞ্জুমান আরা জানান, সরকারী উদ্যোগে দেশের ১২টি হাসপাতাল ও ৮টি বেসরকারী প্রতিষ্ঠানে এ্ধসঢ়;ইচআইভি আক্রান্তদের চিকিৎসা সেবা ও রোগ নির্নয় করছে। এইডস প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগ নয় সাংবাদিক, সিভিল সোসাইটি ও সরকারের বিভিন্ন বিভাগকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি