ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা পেলেন নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২ মে ২০১৮ | আপডেট: ০৯:০৪, ২ মে ২০১৮

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ইসরাইলের সংসদ নেসেটে সোমবার এ সংক্রান্ত একটি বিল পাস হয়। ওই বিলে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতার বিষয়টি নেতানিয়াহুকে দেওয়ার সুপারিশ করা হয়। পরে ওই বিল সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।

বিলের পক্ষে ভোট পড়ে ৬২টি আর বিপক্ষে ভোট পড়ে ৪১টি। এর আগে যুদ্ধ ঘোষণা করতো ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা।

এ আইনের আওতায় নেতানিয়াহু সংসদকে পাশ কাটিয়ে শুধু যুদ্ধমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে বড় ধরনের কোনো অভিযানের নির্দেশ দিতে পারবেন। নতুন আইনে বলা হয়েছে, চরম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী সামরিক অভিযানের ঘোষণা দিতে পারবেন। এজন্য মন্ত্রিসভায় ভোটের কোনো প্রয়োজন হবে না।

ইসরাইলের বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, নতুন আইন নেতানিয়াহুকে লাগামহীনভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছে। এক্ষেত্রে আগে যেসব বাধা ছিল তা উঠে গেলো। সংসদ সদস্য আইয়াল বেন-রুভেন এ আইনকে মারাত্মকভাব ক্ষতিকর বলেছেন।

তথ্যসূত্র: নিউজউইক, দ্য টাইমস অব ইসরায়েল।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি