একীভূতকরণে সম্মত ইউনিয়ন ব্যাংক
প্রকাশিত : ১৬:০৩, ৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:০৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

পাঁচ ব্যাংক একীভূতকরণ উদ্যোগে সম্মত হয়েছে ইউনিয়ন ব্যাংক। এর আগে এই উদ্যোগে সম্মতি দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে একীভূতকরণ উদ্যোগে সম্মত হওয়ার কথা জানায় ব্যাংকটি।
গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সভায় অংশ নেন। এসময় চার ডেপুটি গভর্নর, রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ফরিদ উদ্দীন বলেন, ‘আমানতকারীরা টাকা নিতে আসছেন। আমরা দিতে পারছি না। এজন্য যত দ্রুত এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে ততই ভালো। এ ক্ষেত্রে এসব ব্যাংক একীভূত, পুনর্গঠন বা অন্য কিছু হতে পারে।’
তিনি জানান, ইউনিয়ন ব্যাংক থেকে ২৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে আমানতকারীদের টাকা ফেরত দিকে সমস্যা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বিকেলে এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এএইচ
আরও পড়ুন