ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

একুশের গ্রন্থ মেলায় বেরুচ্ছে শত শত বই

প্রকাশিত : ১০:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বছরবাদে একুশের গ্রন্থ মেলায় বেরুচ্ছে শত শত বই। কিন্তু মননশীল বইয়ের সংখ্যা কমছে। আর সৃজনশীল লেখক-পাঠকের অভিমত, মানসম্মত বইয়ের অভাবেই মুক্তিবুদ্ধির চর্চা যেমন কমছে তেমনি বিশুদ্ধ সংস্কৃতি চর্চা থেকে পিছিয়ে পড়ছে দেশ-সমাজ- সময়। একুশের গ্রন্থমেলা।  আনন্দ আছে, সাথে আছে মানবিক খোরাকও। ছড়া-ছন্দ, গদ্য-পদ্যসহ কতো কাহিনীর সাতকাহন মিলে প্রতিবারের মেলা হয়ে ওঠে অনবদ্য। কিন্তু এতোসব আয়োজনের ফাঁক গলিয়ে ফিবছর নির্দিষ্ট কিছু পাঠকের মনে এক ধরণের খামতি থাকে- তা হলো মনের মতো, জীবনের রঙের সঙ্গে মিলে-মিশে হৃদয়গ্রাহী মননশীলতার অভাব। কিন্তু কেন? পরাবাস্তবাদীতার স্বপ্ন ভেঙে আধুনিকতা কিংবা উত্তরাধুনিকতার শেকড়সন্ধানী লেখকের যেমন অভাব, তেমনি পাঠকও কী কমে যাচ্ছে দিনে-দিনে? নাকি নিরীক্ষণ এখন অস্তিত্ববাদীতায়? তবে সব মিলে এখনও পাঠকের বৃহত্তর একটি অংশ চান সৃজনশীল সাহিত্যের চর্চা। যাতে দূর হতে পারে উগ্রবাদের অন্ধকার।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি