ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

এবার তৃতীয় স্ত্রীর অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:২৮, ২৮ জুলাই ২০১৮

পাকিস্তানের জাতীয় নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) জয়যুক্ত করার জন্য দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা মানেকা।

স্থানীয় একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, দেশের মানুষ এমন একজনকে তাঁদের নেতা নির্বাচন করেছেন, যিনি সত্যিকার অর্থেই তাঁদের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ। সর্বশক্তিমান আল্লাহ জাতিকে এমন একজন নেতা দিয়েছেন, যিনি মানুষের অধিকার আদায়ে সোচ্চার কর্মী।

প্রসঙ্গত, মাত্র সাত মাস হলো ইমরানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইমরান ও ‍বুশরা বিবি। বুশরা ইমরানের পীর ছিলেন। এ বিয়ে নিয়ে ব্যাপক সমালোচনা শুনতে হয়েছে তাকে।

স্বামীহারা, দরিদ্র ও এতিমদের উদ্দেশে অভিবাদন জানিয়ে বুশরা বলেন, পিটিআইয়ের প্রধান সব নাগরিকের জীবনের নিরাপত্তা বিধান করতে কাজ করবেন।

এর আগে ইমরানের সাবেক স্ত্রী জেজিমা গোল্ডস্মিথ তাঁর সন্তানদের বাবার জয়ে অভিনন্দন জানান।

প্রসঙ্গত পাকিস্তানের একাদশ জাতীয় নির্বাচনে ১১৮ আসন পেয়ে জয়ী হয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই। নির্বাচনের ফল মেনে বিরোধী দলের দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছে মুসলিম লিগ।

সূত্র : এনডিটিভি।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি