ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

এবার তৈরি হলো রুটির মোনালিসা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এটি নিয়ে অনেক অনেকভাবে কাজ করেছে। অনেকে আবার নিজের মতো করে মোনালিসাকে উপস্থাপন করেছে। এবার ঘটল ভিন্ন ঘটনা।

জাপানের এক রান্নার স্কুলের শিক্ষর্থীরা মিলে তৈরি করে ফেলল রুটির মোনালিসা। রুটি দিয়েই তৈরি করল মোনালিসার পুরো অবয়ব।

জাপানের ফুকুওকা শহরের নাকিমুরা রান্নার স্কুলের ৩০ জন শিক্ষার্থী দুই মাস ধরে এটি তৈরি করে। তারা এটি তৈরি করেছেন মূলত বার্ষিক অনুষ্ঠানের জন্য।  

এটি তৈরি করতে তারা দুই হাজার দুইশ রুটি ব্যবহার করেছে। রুটির মোনালিসা লম্বায় প্রায় আট ফুট, আর চওরায় সাড়ে তিন ফুট।

 

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি