ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

এবার প্রিয়া স্টাইলে ভ্রু নাচালেন রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র একটি চোখ মেরেই কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। এবার একই স্টাইলে ভ্রু নাচালেন কংগ্রেস প্রদান রাহুল গান্ধী। কয়েক মূহুর্ত আগেই ভাইরাল হয়েছে সংসদে রাহুল গান্ধীর চোখ মারার দৃশ্য৷ সারা দেশ এখন কংগ্রেস সভাপতিকে নিয়ে আলোচনায় ব্যস্ত৷

এদিকে কংগ্রেস সভাপতির চোখ মারার দৃশ্যটি ভাইরাল হওয়ার পরই নেট দুনিয়ায় তা ছড়িয়ে পড়ে। আজ পর্যন্ত ইউটিউবে প্রিয়া বা সঞ্জু লিখে সার্চ করলেই ভেসে আসছে রাহুলের চোখ মারার দৃশ্য। বিষয়টি গতকালই নজরে আসে প্রিয়ার। এক প্রতিক্রিয়ায় প্রিয়া বলেন,‘পার্লামেন্টে রাহুল গান্ধী চোখ মারেন৷ খবরটা আমি কলেজ থেকে ফিরে শুনি৷ বিষয়টি আমার ছবির সঙ্গে সর্ম্পকিত, যেটা অবশ্যই একটি ভাললাগার বিষয়৷’

ভিনেত্রীর চোখ মারার ভাইরাল ভিডিওটিকে তাঁকে রাতারাতি পৌঁছেছিল ভারতের ‘মোস্ট সার্চড অ্যাকট্রেস’-দের তালিকায়৷ তাই, সংসদে কংগ্রেস সভাপতির চোখ মারার দৃশ্যকে খুব সহজেই তুলনা করা হয়েছে প্রিয়া প্রকাশের ভাইরাল ভিডিওর সঙ্গে৷ শুক্রবার সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রীর সমালোচনা করেন গান্ধী৷ জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন হয়নি৷ এমনই অভিযোগ আনেন গান্ধী৷ কিন্তু, বক্তব্য শেষে সকলকে অবাক গান্ধী জড়িয়ে ধরেন মোদীকে৷ এরপরই পিছন দিকে তাকিয়ে চোখ মারেন তিনি৷

একটি ভিডিও ক্লিপই বদলেছে প্রিয়ার ভাগ্য৷ যেটি ছিল তার একটি আপকামিং ছবির দৃশ্যাংশ৷ শুধুমাত্র ইন্টারনেটেই নয়, ভিডিওটি ঝড় তুলেছিল যুব সম্প্রদায়ের হৃদয়েও৷ তবে, কংগ্রেস সভাপতির ভিডিওটি দুটি ভিডিওর মধ্যে ‘তুলনা’ কে স্পষ্ট করেছে৷

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি