ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

এবার বিমান চালনার প্রশিক্ষণ সৌদি নারীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:২৩, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন আগেই। বাকি ছিল কেবল আকাশপথ পরিচালনার। এবার সে পর্দাও উঠতে যাচ্ছে সৌদি নারীদের। এরইমধ্যে বিমান চালনা রপ্ত করতে প্রশিক্ষণের আবেদন জানিয়েছেন অনেক নারী।

যুক্তরাজ্যভিত্তিক অক্সফোর্ড এভিয়েশন অ্যাকাডেমি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে নতুন শাখা খোলার পর কয়েকশ’ নারী আবেদন করেছে। আগামী সেপ্টেম্বর থেকে তারা এসব নারীদের বিমান চালনার প্রশিক্ষণ দেয়া শুরু করবে।

এর আগে সৌদি আরবে ২০১৪ সালেই হানাদি আল-হিনদি নামে এক নারীকে বিমান চালানোর লাইসেন্স দেওয়া হয়েছিল। তিনি সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের মালিকানাধীন হোল্ডিং কোম্পানির নিজস্ব প্লেন চালাতেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি