ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

এবার শিক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ কুবি উপাচার্যের

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ৩০ এপ্রিল ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের নির্দেশে শিক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) আনুমানিক বিকাল ৫টায় এ অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাদেক হোসেন মজুমদার। 

এর আগে গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ ২০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মোরশেদ রায়হান, প্রফেসর ড. মো. শামিমুল ইসলাম, ড. জান্নাতুল ফেরদৌস, ও মো. মাহফুজুর রহমানের নামে অভিযোগ দায়ের করা হয়।

এতে সাক্ষী হিসেবে রয়েছেন প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী, মো. সাহেদুর রহমান, মো. জাহিদ হাসান, প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, ও মো. মোশারফ হোসাইনের নাম উল্লেখ করা হয়েছে। 

থানায় অভিযোগের বিষয়ে সাদেক হোসেন মজুমদার বলেন, উপাচার্যের নির্দেশে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। যেভাবে ফাইল তৈরি করা হয়েছে সে অনুযায়ী থানায় অভিযোগ দায়ের করেছি। বাকিটা থানা সংশ্লিষ্টরা বুঝবে। 

এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর ভূঁইয়া বলেন,  সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে শিক্ষক সমিতির ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করবো।

এর আগে গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ ২০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি