ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

এবার স্কুলের বরাদ্দ বন্ধের হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ৯ জুলাই ২০২০

বিদেশি শিক্ষার্থীদের আমেরিকার দরজা বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। মহামারির মধ্যে বন্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া বরাদ্দ। এবার দেশটির স্কুলগুলোকে বরাদ্দ বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈশ্বিক করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো আগামী শরতে না খুললে বরাদ্দ বন্ধের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর স্কুলগুলো খোলার ব্যাপারে যে গাইডলাইন দিয়েছে সেগুলো ‘অত্যন্ত কঠোর ও ব্যয়বহুল’ বলে সমালোচনা করেছেন তিনি।

বুধবার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ‘ডেমোক্রেটরা রাজনৈতিক কারণে স্কুলগুলো বন্ধ রাখতে চায়।’

তিনি লিখেছেন, ‘ডেমোক্রেটরা মনে করে নভেম্বরে জাতীয় নির্বাচনের আগে যদি স্কুলগুলো খুলে ফেলে তাহলে সেটি তাদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর। তবে এটি শিশু ও পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। স্কুলগুলো না খুললে বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে।’

এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সিডিসির সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, ‘আমি স্কুল খোলার ব্যাপারে সিডিসির কঠোর ও ব্যয়বহুল গাইডলাইনগুলোর সঙ্গে একমত নই। যখন তারা স্কুল খুলতে চাইছে, তখন তারা এগুলোকে একেবারে অবাস্তব জিনিস করতে বলছে। আমি তাদের সঙ্গে বৈঠকে বসব।’

গত কয়েক সপ্তাহ ধরে করোনায় সংক্রমণ বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ বুধবার পর্যন্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ২০ হাজার ৪৮৩ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩০৯ জনের। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সব রাজ্যে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি