ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

এম আনিস উদ দৌলা বিএসএ’র সভাপতি পুনঃ নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) ২০১৭-১৯ মেয়াদী কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে এম আনিস উদ দৌলা সভাপতি হিসাবে পুনঃ নির্বাচিত হয়েছেনগত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়

বিএসএ এর কার্যনির্বাহী পরিষদের পুনঃ নির্বাচিত সভাপতি এসিআই লিমিটেড-এর চেয়ারম্যান। তিনি এর আগে গত ২০১৫-১৭ মেয়াদেও বিএসএ’র সভাপতির দায়িত্ব পালন করেন।

বিএসএ’র নির্বাচনে সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সয়েল সিড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম ও জৈষ্ঠ সহ-সভাপতি হয়েছেন নর্থ সাউথ সিড (লাল তীর সিড) এর পরিচালক তাবিদ এম আউয়াল।

এম আনিস উদ দৌলা এর পূর্বে তিন মেয়াদে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং চার মেয়াদে বাংলাদেশ এমপ্লয়ার্স এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্রেব) এর ডিরেক্টর ও পাইওনিয়ার ইন্সিওরেন্স কোম্পানীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সীড এসোসিয়েশন দেশের বেসরকারী বীজ খাতের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি