ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

‘এশিয়ান আইটি সামিটের দায়িত্ব নেবে সরকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৩ এপ্রিল ২০১৮

এশিয়ার দেশগুলোর বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘এশিয়ান ক্যাম্পাস আইটি সামিট’ আয়োজনে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রনালয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, এশিয়ান আইটি সামিট বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সদস্যদের বরণে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এর আগে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান ক্যাম্পাস আইটি সামিট আয়োজনে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতা চান ডিইউআইটিএসের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরলস কাজ করছে সরকার। শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত এ ধরণের সোসাইটি তথ্য-প্রযুক্তি জ্ঞান প্রসারে বিশেষ ভূমিকা পালন করে।

ডিইউআইটিএস সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের চেয়ারম্যান ও বেসিস পরিচালক লুনা শামসুদ্দোহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাইমেন আস সাকিব প্রমুখ।
আয়োজকরা জানান, চলতি বছরের নভেম্বরে এশিয়া অঞ্চলেল ১৫টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘এশিয়ান ক্যাম্পাস আইটি সামিট’ আয়োজনের প্রস্তুতি চলছে।

বিজ্ঞপ্তি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি