ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এশিয়ান ট্রুরিজম ফেয়ার শুরু হতে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর

প্রকাশিত : ১৬:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১১, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপি পঞ্চম এশিয়ান ট্রুরিজম ফেয়ার ২০১৬। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। গত বছরের মত এবারো পর্যটন বিচিত্রার আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সার্বিবিক সহায়তায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই ট্যুরিজম মেলার আয়োজন করা হবে। আয়োজকরা আশা করছেন বাংলাদেশসহ অন্যান্য দেশের আর্কষনীয় ও দর্শনীয় স্থান গুলোর বিভিন্ন পর্যটন সেবার সমন্বয় ঘটবে। তাছাড়া এই মেলায় আসন্ন পর্যটন মৌসুমে ভ্রমন অফার, প্যাকেজ বুকিং-এর ক্ষেত্রে বিভিন্ন ছাড়ের কথা জানান আয়োজকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি